Rose Good Luckঅন্ধকারে ছায়া (ছোট গল্প) Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১৭ অক্টোবর, ২০১৪, ১১:০১:০৩ রাত



Good Luckভোর রাতে হাল্কা বৃষ্টি হয়েছিল।

রাস্তায় বের হয়ে কাদামাখা পিচ্ছিল পথটা দেখেই মনটা দমে গেলো শিহাবের। নির্ঘাত পায়ের তলাটা ভিজে যাবে। পায়ের জুতো জোড়া ছয় বছরের পুরনো। রোদ-বৃষ্টি-ঝড় নিয়ে সেটি এতোদিন সার্ভিস দিয়ে আজ জীর্ণ... পরিশ্রান্ত...ক্লান্ত। জুতোর তলিতে দু’যায়গায় পট্টি দিয়ে চলছে শিহাব। এজন্য ভেজা রাস্তা দেখে ওর ভ্রু দু’টো কুঞ্চিত হল। আজ মোজা ভিজে নির্ঘাত গন্ধ ছড়াবে। আর মকবুল আজই কিনা একটা জব-ইন্টারভিউর জন্য ওকে পাঠালো। খুব সন্তর্পণে সে রাস্তার কাদাময় যায়গাগুলো এড়িয়ে যেতে চেষ্টা করল।

টিউশনটা সেরে মকবুলের দেয়া ঠিকানায় রওয়ানা হল।

আরামবাগ বললেও আসলে আরো ভিতরে বেশ খানিকটা দূরে একটা চিপা গলির ভিতরে অফিসটা। একটা পুরনো বিল্ডিঙের টপ ফ্লোরে। বিল্ডিঙটা চারতলা। অন্ধকার সিড়ি দিয়ে উঠতে গিয়ে মনটা কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে গেলো। একেবারে খাড়া ধাপের সিড়িগুলো বেয়ে বেয়ে যখন চারতলার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল, পা দু’টো কেমন ধরে এলো।

একটা সাইনবোর্ড দেখতে পেল-

এস এল আই সি এল

কি মানে হতে পারে?

ভাবতে ভাবতে ভিতরে ঢুকে পড়ল।

প্রথম রুমটাতে তিনটি ডেস্ক টেবিল। একজন মেয়ে ও বাকি দু’জন পুরুষ। প্রত্যেকের সামনে একটি করে চেয়ার। ফ্লোরে ফ্লোর ম্যাট থাকলেও ভিতরের রুমের দৈন্য দশা ঢাকতে ব্যর্থ হয়েছে। একটা দেয়াল ঘড়ি হলদে কালারের ওয়ালে বড্ড বেশী বেমানান লাগল শিহাবের চোখে।

‘ জী বলুন?’ একজন তার ডেস্ক থেকে শিহাবকে জিজ্ঞেস করলে সে যার কাছে এসেছে তার নাম বলল। ছেলেটি এবার ওকে ভিতরের দ্বিতীয় রুমটিতে নিয়ে গেলো। এই রুমটি প্রথমটির থেকে বেশ উন্নত। দেয়ালের ডিস্টেম্পার মনকে ভাল করে দেয়ার মত। একটা দুর্বোধ্য পেইন্টিং মানানসই ভাবে সেটে আছে। রিভলবিং চেয়ারে যিনি বসে আছেন তাকে দেখতেও বেশ। উপরে কাঁচ দেয়া টেবিলটাও অনেক বড়। শিহাবকে বসতে বললে সে ধন্যবাদ দিয়ে সামনের চেয়ারটিতে বসে পড়ে।

রাতে খেতে বসে মকবুলের সাথে কথা হয়। সে-ই জিজ্ঞেস করে,

‘কি রে, গেছিলি ঐ যায়গায়?’

‘হ্যা।‘ হাত দিয়ে ভাত মাখাতে মাখাতে বলল শিহাব।

‘ কেমন বুঝলি?’

‘ ওটা একটা ইনস্যুরেন্স কোম্পানি। সান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘

‘ইনস্যুরেন্স কোম্পানি? সান লাইফ??’

‘ হ্যা! অবাক হচ্ছ যে? তুমি ই তো পাঠালে...’

‘ আরে আমি তো পেপারে এস এল আই সি এল দেখেছিলাম। ওইটাই যে সান লাইফ তা কেডা জানত? ... তোর কাছে টাকা চায়নি? ... চাকরি দেবে বলে?’

একটু অবাক হয় শিহাব। এক দলা ভাত গিলে ফেলে গ্লাস থেকে পানি খায়। এরপর উত্তর দেয়-

‘ হ্যা, চেয়েছে তো? ৫০০০ টাকার একটা পলিসি খুলতে বলেছে।এরপরে ওখানেই এক্সিকিউটিভ পদে একটা জব দিবে বলেছে।‘

‘ তিনদিন... মাত্র তিনদিন পরে যেয়ে দেখিস, ঐ অফিসের লোকগুলো থাকলেও যে তোর ইন্টারভিউ নিয়েছে সে থাকবে না।‘

‘ মানে? বুঝলাম না?’

‘ এরা নতুন লোকদের কাছ থেকে এভাবে পলিসি খোলায়, কিন্তু সেই টাকা ওদের আসল অফিসে দেয় না। ওই লোক নিজেই মেরে দেয়। আর ওদের অফিসের পক্ষ থেকে পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দেয় যে, “ একে ধরিয়ে দিন”... “ এর সাথে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক নেই” এরকম আউল ফাউল কাহিনী। আসলে এরা একটা ভাঁওতাবাজ চক্র।‘

‘ আমি তো কয়েকজনকে দেখলাম সেখানে বেশ কাজ করছে?’

‘ আরে, খোঁজ নিয়ে দেখ ওরাও সবাই ৫০০০ করে টাকা দিয়ে পলিসি করিয়েছে। এই বিজ্ঞাপনটা এক সপ্তাহ আগের। দেখিস তিন চার দিনের ভিতর অফিস আর থাকবে না।‘

‘ তুমি কীভাবে এতো কিছু জানো?’

‘কারণ... কারণ আমি প্রথম ঢাকা এসে এদের শিকার হয়েছিলাম। কত কষ্ট করে হাজার পাঁচেক টাকা ধার করে এনে ওদেরকে দিয়েছিলাম। এরপর... বাদ দে। তুই টিউশনিই করতে থাক। এটাই ভাল।‘

একটা ১৩০ স্কয়ারফিট রুমের ভিতরে দু’জন যুবকের অসহায়ত্ব ইট-পাথরের দেয়ালে বাড়ি খেয়ে খেয়ে রুমের ভিতরেই থেকে যায়। আর তাদের চাপা নিঃশ্বাস রুমের গুমোট আবহাওয়াকে কেবল ভারীই করতে থাকে... Good Luck

বিষয়: সাহিত্য

৯৮৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275407
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
চেয়ারম্যান লিখেছেন : আহারে। দুনিয়াতে কত ধরনের ধান্দাবাজি Surprised
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:২৬
219346
মামুন লিখেছেন : ধন্যবাদ।
এখন যদিও মা্নুষ সচেতন হয়েছে, হচ্ছে আগের চেয়ে বেশী,এই ধান্দাবাজেরাও আগের চেয়ে আরো বেশী কূটিলতায় পিএইচডি নিয়ে নিচ্ছে। তাই সবসময়েই এরকম একটি চক্র থেকেই যাচ্ছে।
অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275408
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:১৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
219347
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার উৎসাহমূলক সুন্দর মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275450
১৮ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৪
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
219483
মামুন লিখেছেন : অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275466
১৮ অক্টোবর ২০১৪ রাত ০২:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঠিকই বলেছেন মামুন ভাই সাধারন লোকেরা সর্তক হচ্ছে! আর খারাপ লোকেরা আরো খারাপ করতে পিইচডি করছে! নিত্য নতুন ধান্দায় ফেলে মানুষকে বোকা বানাতে!
চালিয়ে যান আপন গতিতে.....।
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
219484
মামুন লিখেছেন : আমার সাথে সহমত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275478
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১২
কাহাফ লিখেছেন :
ধান্ধাবাজীর নতুন নতুন আইডিয়া শয়তানের মাথা থেকে অনবরত সাপ্লাই হচ্ছে আর কিছু স্বার্থপর মানুষ তা দিয়ে নিরীহ জনতা কে বোকা বানিয়ে তাদের কষ্টার্জিত পয়সা হাতিয়ে নিচ্ছে!
সতর্কতাই একমাত্র বাচার উপায় এ থেকে....।
সতর্কতা মুলক সুন্দর লেখনীর জন্যে অনেক ধন্যবাদ.....
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
219486
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার সাথে সহমত।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275509
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
দিশারি লিখেছেন : আমাদের বাংলাদেশটা পুরাই ধান্দাবাজির একটা আখড়া। যেখানেই যাবেন ধান্দাবাজি থেকে বাঁচতে পারবেন না।
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৩
219487
মামুন লিখেছেন : ধন্যবাদ।
তবে এই আখড়া-কে ধ্বংস করতে হবে। নিজেদেরকেও সচেতনতায় পিএইচডি ডিগ্রী নিতে হবে।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275517
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম এই না আমাদের মামুন ভাই, কত্ত সুন্দরভাবে গল্পচ্ছলে মানুষ কে সচেতন করে যায়, চালিয়ে যান ভাই!
জাজাকাল্লাহু খাইর।
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৪
219492
মামুন লিখেছেন : ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনার অনুপ্রেরনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275601
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২১
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই প্রতারকগুলোর শাস্তি হয়না বলেই এরা বারবার সরল সহজ মানুষগুলোকে ধোঁকা দিতে পারে।


সচেতনতামূলক গল্পের জন্য ধন্যবাদ। Rose Rose Rose
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৫
219493
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।
আপনাকেও সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
275612
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৬
ফেরারী মন লিখেছেন : একটা ১৩০ স্কয়ারফিট রুমের ভিতরে দু’জন যুবকের অসহায়ত্ব ইট-পাথরের দেয়ালে বাড়ি খেয়ে খেয়ে রুমের ভিতরেই থেকে যায়। আর তাদের চাপা নিঃশ্বাস রুমের গুমোট আবহাওয়াকে কেবল ভারীই করতে থাকে.

দেশটা প্রতারণদের আখড়ায় পরিণত হচ্ছে। কতজন যে এর শিকার হচ্ছে তার ইয়াত্তা নেই।

আপনার এই সচেতনামূলক পোষ্টটি অনেক কাজে দিবে।
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৬
219495
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
ইনশা আল্লাহ, মানুষ সচেতন হলে এইসব প্রতারকেরা হারিয়ে যাবে।
অনুভূতি রেখে যাবার জনয আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
১০
276055
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অভিজ্ঞতা আপনাকে সমর্থন করে
যথার্থ বলেছেন, সহমত


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
220013
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ধন্যবাদ ভাইয়া, সহমত প্রকাশের জন্য।
জাজাকাল্লাজু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File